Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্যচাষে হাস-মুরগী  ও অন্যান্য প্রাণীর মলমূত্র, বিষ্ঠা ও নাড়ি-ভুঁড়ি কোনভাবেই ব্যবহার করা যাবে না; বিক্রির সময়ে মাছ ও চিংড়িতে বিভিন্ন ক্ষতিকর জেল বা রং জাতীয় পদার্থের ব্যবহার পরিহার করতে হবে; মৎস্যচাষে নিষিদ্ধ ঘোষিত বৃদ্ধিকারক প্রয়োগ হতে বিরত থাকতে হবে। এ ধরণের কর্মকান্ড মৎস্য সংক্রান্ত আইনে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।


সাম্প্রতিক কর্মকান্ড

                                              কার্যক্রমের বিবরণ

ক্রঃ নং  কার্যক্রমের বিবরণ লক্ষ্যমাত্রা
প্রদর্শনী খামার স্থাপন(হেক্টর) ০১
মৎস্য আবাসস্থল উন্নয়ন (হেক্টর) ০১
উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ(মে.টন) ০.৫
মৎস্যচাষী, মৎস্যজীবী ও উদ্যোক্তাকে পরামর্শ প্রদান (জন) ২১৫ 
মৎস্য খাদ্যমান পরিক্ষা(টি) ০১
মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন(টি) ২৩
মৎস্য আবাসস্থল উন্নয়ন ও ব্যবস্থবপনায় জড়িত সুফলভোগীর সংখ্যা(জন) ১৮০
মৎস্যচাষী, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান(জন) ৮০
রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে পরিদর্শন ও পরামর্শ প্রদান(জন) ০৫